১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২১

আল আকসার তথ্য চুরি করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

জেরুজালেমের আল আকসা মসজিদ সংশ্লিষ্ট আল কুদস ইসলামিক ওয়াকফ সংগঠনের গোপনীয় নথিপত্র চুরি করেছে ইসরায়েল। আল কুদস ইন্টারন্যাশনাল সেন্টারের প্রধান হাসান খাতের সোমবার জানিয়েছেন, গত মাসের ১৪ তারিখে আল আকসা মসজিদের কাছে সংঘর্ষের ঘটনায় দুই ইসরায়েলি সেনা এবং তিন ফিলিস্তিনি নিহত হয়। সে সময়ই ওই দলিলপত্র সরিয়ে ফেলেছে ইসরায়েল। সংঘর্ষের পর থেকেই আল আকসা মসজিদ বন্ধ করে দেয় ইসরায়েল। মসজিদের আশেপাশেও কড়া নিরাপত্তা জারি করা হয়। চুরি হওয়া ওই নথিগুলোর মধ্যে মসজিদের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। জেরুজালেম আল কুদসের প্রাচীন শহরে অবস্থিত মসজিদের ৯০ শতাংশ সম্পত্তির তথ্যই চুরি হওয়া ওই নথির মধ্যে ছিল। এসব তথ্যের অপব্যবহার করতে পারে তেল আবিব।

আল আকসা মসজিদ বন্ধ করে দেয়ার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনা ও নিন্দা জানানো হয়। পরে বাধ্য হয়েই তেল আবিব মসজিদটি আবারও খুলে দেয়।

আল আকসা মসজিদকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরো ১ হাজার ৪শ জন আহত হয়েছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১, ২০১৭ ১:২৮ অপরাহ্ণ