১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯

পাবনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ১ যুবক খুন

নিজস্ব প্রতিবেদক:

পাবনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এস এ রায়হান তন্ময় (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক যুবক। জেলা সদরের পৌর এলাকার দিলালপুর মহল্লায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত তন্ময় শহরের দিলালপুর বেলতলা রোড এলাকার জিয়াউল কবির রিন্টুর ছেলে। আহত রানা আহমেদ (২৫) রাধানগর মহল্লার আব্দুল মজিদের ছেলে। পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত ১০টার দিকে দিলালপুর বেলতলা সড়ক দিয়ে যাচ্ছিলেন তন্ময় ও রানা। এ সময় হঠাৎ তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তন্ময়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। রাজশাহী নিয়ে যাওয়ার পথে মারা যান তন্ময়। ওসি আরো জানান, হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তারা ধারণা করছেন পূর্ব কোনো বিরোধের জেরে ওই দুই যুবকের ওপর হামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাবনা সদর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১, ২০১৭ ৯:৫৬ পূর্বাহ্ণ