২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪২

কক্সবাজারে সাবেক ডিসি ও এডিসি ফের কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতি মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো: রুহুল আমিন ও সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক মো: জাফর আলমের জামিন আবেদন না মঞ্জুর করে ফের জেল হাজতে পাঠিয়েছে আদালত। রবিবার সাবেক ডিসি ও সোমবার সাবেক এডিসিকে কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো: তৌফিক আজিজ কারাগারে প্রেরণের এ আদেশ প্রদান করেন।

জানা যায়, অনিয়ম-দুর্নীতির অভিযোগে মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো: রুহুল আমিন ও সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো: জাফর আলম আদালতে আত্মসমর্পণ করলে আবারও জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

এর আগেও হাইকোর্টের আপিল বিভাগ কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো: রুহুল আমিনের জামিন বাতিল করেন। এরপর তিনি গত ২২ মে কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছিলেন। পরে এক মাসের মাথায় উচ্চ আদালত থেকে তিনি জামিনে বের হন। পরে গত ১০ জুলাই উচ্চ আদালত তার জামিন বাতিল করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

মামলার এজাহারের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী বলেন, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণে চিংড়ি খাতের ক্ষতিপূরণ প্রকল্পে ভূঁয়া লোকজনের নাম দেখিয়ে ২৩ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে জেলা প্রশাসক মো: রুহুল আমিনকে প্রধান আসামী করে ২৭ জনের বিরুদ্ধে কাউছার আহামদ নামে এক ব্যক্তি কক্সবাজার জজ আদালতে মামলা করেন।

মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের জন্য নির্দেশ দেন আদালত। দীর্ঘ তদন্ত শেষে আত্মসাতের প্রমাণ পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্র পেয়ে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত ৩ এপ্রিল কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার (এলও শাখা) সাবেক উচ্চমান সহকারী কাশেম, এ্যাডভোকেট নুর মোহাম্মদ সিকদার ও সাবেক সার্ভেয়ার ফখরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ৩১, ২০১৭ ৯:৩৩ অপরাহ্ণ