১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫২

স্বল্প মেয়াদে স্পিন কোচ ম্যাকগিল

শ্রীলঙ্কান রুয়ান কালপাগেকে বরখাস্ত করার পর থেকেই জাতীয় দলের স্পিন বোলিং কোচের পদ খালি ছিল। সাকিব-মিরাজরা স্পিন কোচহীন হয়ে আছেন। তবে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকেই তিন মাসের জন্য স্পিন কোচের দায়িত্ব দিয়ে ঢাকায় আনা হচ্ছে। শনিবার বিসিবি’র কার্যনির্বাহী কমিটির সভার পর সভাপতি নাজমুল হাসান পাপন জানান, তিন মাসের জন্য অস্ট্রেলিয়ান লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে আমরা স্পিন কোচের দায়িত্ব দিয়েছি।
৪৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান দেশের হয়ে ৪৪টি টেস্ট খেলেন। উইকেট নিয়েছেন ২০৮টি। গড় ২৯.০২ করে। পাঁচ উইকেট নিয়েছেন ১২ বার এবং এক ম্যাচে ১০ উইকেট কিংবা তার বেশি নিয়েছেন দুই বার। ওয়ানডে খেলেছেন মাত্র তিনটি। উইকেট নিয়েছেন ছয়টি। ইএসপিএন ক্রিকইনফো।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুলাই ৩১, ২০১৭ ৯:০৭ অপরাহ্ণ