১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারায় চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ৫৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৪০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) ১২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ১০৪ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৩১, ২০১৭ ১:২০ অপরাহ্ণ