১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬

এতিম শিশুদের যৌন হয়রানি, ৪ কর্মচারীকে পিটুনি

নিজস্ব প্রতিবেদক:

ঠিকমত খাদ্য না দেয়া ও এতিম শিশুদের যৌন হয়রানিসহ বিভিন্ন নির্যাতনের অভিযোগে সাতক্ষীরা সরকারি শিশু সদনের (বালক) চার কর্মকর্তা-কর্মচারীকে পিটিয়েছে শিশু পরিবারের শিক্ষার্থীরা। রবিবার রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।

পিটুনিতে আহত চারজন হলেন, অফিস সহকারী সাতক্ষীরার দেবনগর এলাকার খলিলুর রহমানের ছেলে তানভীর হোসেন, গোপালগঞ্জ জেলার বিমল বৈরাগী, বড় ভাই (পদের নাম) নওগাঁ জেলার মোজাফফার হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ বিন হোসেন এবং কৌশিক।

শিশু পরিবারের কয়েকজন এতিম শিশু জানায়, সরকার কর্তৃক তাদের যেসব সুযোগ-সুবিধা দেয়ার কথা তারা সেসব সুযোগ পাচ্ছেন না। অনেকদিন থেকেই তারা এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অসুস্থ হলেও তাদের ঠিকমত চিকিৎসা করানোও হয় না। সবচেয়ে বড় অভিযোগ হলো ওই চার কর্মচারী-কর্মকর্তা এতিম শিশুদের দিয়ে বিকৃত যৌনাচার করে। কথা না শুনলে শিশুদের বেধড়ক পেটানো হয়। এ বিষয়ে অভিযোগ দেয়া হলে অত্যাচারের মাত্রা আরও বাড়ানো হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার বিচার দিলেও তারা কোনো ফল পায়নি বলে জানান শিক্ষার্থীরা। উপায় না পেয়ে রবিবার রাতে সদনের শিশুরা চার কর্মকর্তা-কর্মচারীকে বেধড়ক পেটায়।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি শিশু পরিবারের ব্যবস্থাপনা কমিটির একজন সদস্য বলেন, ‘তারা যে চারজনকে পিটিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। তারা শিশুদের ওপর অমানুষিক নির্যাতন করে। এমনকি ন্যাক্কারজনক যৌন নির্যাতনও করা হয় তাদের সঙ্গে। আমরা সদস্য হলেও কোনো মিটিংয়ে আমাদের ডাকা হয় না।’

তবে আহত অফিস সহকারীরা এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের সঙ্গে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু কী কারণে তারা আমাদের মারপিট করেছে তা তাদের জানা নেই। কতজন শিক্ষার্থী তাদের মেরেছে এমন প্রশ্ন করা হলে তারা বলেন ৭২ জন শিক্ষার্থীই তাদের উপর হামলা করেছে।

খবর পেয়ে রাতেই সেখানে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, ‘যেহেতু অনেক রাত হয়েছে। আমি আপাতত তাদের শান্ত থাকতে বলেছি। পরবর্তীতে শিক্ষার্থীদের বক্তব্য শুনে একটা ব্যবস্থা করা হবে।’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একজন কর্মকর্তার বিরুদ্ধে শিশুদের নির্যাতন, গা-হাত-পা টিপিয়ে নেয়ার অভিযোগে শিশুরা এমনটি করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে বিষয়টি যেহেতু প্রশাসনের তাই তারাই এ বিষয়ে ব্যবস্থা করবেন।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৩১, ২০১৭ ১:১০ অপরাহ্ণ