আন্তর্জাতিক ডেস্ক:
৭৫৫ জন কর্মীকে মার্কিন কূটনৈতিক মিশন ছেড়ে যেতে হবে বলে ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার বদলা হিসেবে তিনি এ ঘোষনা দেন বলে জানা গেছে। বিবিসির সংবাদে প্রকাশ। মার্কিন কর্মীদের বহিস্কারের সিদ্ধান্ত হয় গত শুক্রবার। কিন্তু পুতিন সোমবার কর্মীদের সংখ্যা উল্লেখ করেন যাদেরকে সেপ্টেম্বরের ১ তারিখের মধ্যে মস্কো ত্যাগ করতে হবে।
পুতিনকে রাশিয়ান টেলিভিশন বলেন, মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ১০০০ জনেরও বেশি লোক কাজ করছিল এবং এখনও কাজ করছে, যাদের ৭৫৫ জনকে রাশিয়ায় কাজ বন্ধ করে দিতে হবে।
বিবিসির লরা বিকার বলেন, আধুনিক ইতিহাসে যে কোনও দেশের কূটনীতিকদের এটি সবচেয়ে বড় ধরণের বহিষ্কারের ঘটনা মনে করা হচ্ছে। পুতিন জানান, তিনি কর্মী বহিস্কারের সংখ্যা আর বাড়াতে চান না। তবে নিষেধাজ্ঞা পরিস্থিতি খুব শীঘ্রই পরিবর্তন হবে বলেও তিনি আশা করছেন না। রাশিয়া কর্তৃপক্ষ জানায়, তারা ইতিমধ্যে মার্কিন কূটনৈতিকদের ব্যবহৃত একটি অবকাশযাপন কেন্দ্র ও একটি গুদামঘর জব্দ করেছে।
উল্লেখ্য, ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া অধিগ্রহণের জন্য এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ উভয় ঘটনার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির প্রতি নিষেধাজ্ঞা জারি করে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

