নিজস্ব প্রতিবেদক:
এক ধাপ এগোলো স্যামসাংয়ের ভাঁজ করা ফোন গ্যালাক্সি এক্স-এর প্রকল্প। ফোনটির সম্প্রতি ব্লুটুথ সনদ পেয়েছে। ফলে ফোনটি তৈরির কাজ আরেকটি এগোলো। স্যামসাং গ্যালাক্সি এক্স ফোনটির মডেল নম্বর-এসএম-জি৮৮৮এন০। এর আগে ফোনটি ওয়াইফাই ছাড়পত্র সংগ্রহ করে।
ব্লুটুথ ছাড়পত্র দেয়া প্রতিষ্ঠান ব্লুটুথ এসআইজির তথ্য মতে, স্যামসাংয়ের ভাঁজ করা ফোনটিতে ব্লুটুথ ৪.২ প্রযুক্তি ব্যবহার করা হবে। যদিও এটি ব্লুটুথের আপডেট ভার্সন নয়। কেননা, এর আগে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৮ এবং এস ৮ প্লাসে ব্লুটুথ ৫.০ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।
ধারণা করা হচ্ছে স্যামসাং তাদের এই ভাঁজ করা ফোনটি এবছরের শেষ নাগাদ বাজারে ছাড়বে। ফোনটিতে দুইটি ডিসপ্লে কব্জার সঙ্গে জুড়ে দিয়ে একটি ডিসপ্লে তৈরি করা হয়েছে। এটি যেমন ভাঁজ করে ব্যবহার করা যাবে, তেমনি ভাঁজ খুলেও ব্যবহার করা যাবে। ফোনটির ডিসপ্লে হবে ৫.৫ ইঞ্চি কিংবা ৭.৮ ইঞ্চির।
দৈনিক দেশজনতা /এমএইচ