১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১১

চাঁপাইনবাবগঞ্জের স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আজ শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ভারতীয় মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী রাম চন্দ্র ঘোস পরলোক গমন করায় সোনামসজিদ স্থলবন্দরে আজকের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ জানান, সকালে ভারতীয় মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী রাম চন্দ্র ঘোস পরলোক গমন করায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে মহদিপুর স্থলবন্দর ও সোনামসজিদ স্থলবন্দরে সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে ইমিগ্রেশনসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৯, ২০১৭ ৬:০০ অপরাহ্ণ