নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা মহানগরের দক্ষিণের জামায়াত শিবিরের ৪৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার সকাল সাড়ে ১০ টায় সোনারগাঁ যাদুঘরের সামনের একটি মিনি চাইনিজ রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।এসময় শিবিরের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশ পাল্টা গুলি বর্ষণ করে। শিবিরের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ জানায়, এদের মধ্যে ঢাকা উত্তরার আইডিয়াল স্কুল এন্ড কলেজের একজন শিক্ষক রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে লিফলেট, ব্যানার ও জিহাদি বই উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই রেস্টেুরেন্টে অভিযানের সময় শিবিরের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা দক্ষিণের শিবিরে প্রায় ৫০/৫৫ জন সোনারগাঁয়ের যাদুঘরের সামনে একটি মিনি চাইনিজে গোপন বৈঠক করছিল। তখন পুলিশ অভিযান চালায়। পরে শিবিরের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশ পাল্টা গুলি ছোড়ে।
তিনি জানান, পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ৪৩ জন জামায়াত- শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদি বই, ল্যাপটপ, লিফলেট, ব্যানার উদ্ধার করা হয়।
দৈনিক দেশজনতা /এমএইচ