১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

উত্তর কোরিয়ার ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরিয়া ও পেন্টাগন সূত্রে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে  উত্তর কোরিয়া শনিবার রাতে নতুন করে আবার আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে ।জাপানের জাতীয় প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩ হাজার কিলোমিটার উচ্চবেগে জাপান সমুদ্রে গিয়ে পতিত হয় । জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইউশিহাইড শুগা জানান, ‘ক্ষেপনাস্ত্রটি জাপানের সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চল সমুদ্রে আঘাত হেনেছে।’

দেশটি মাত্র তিন সপ্তাহ আগে প্রথম আইসিবিএম পরীক্ষা চালিয়েছিল । প্রথমটির তুলনায় এবারের ক্ষেপণাস্ত্রটি আরো অধিক কার্যকরি ও বেশি গতিবেগের। প্রতিবেশী দেশসমূহের মধ্যে আবারো উত্তেজনা বৃদ্ধি পেয়েছে অল্প সময়ের মধ্যে এ ধরনের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় ।

ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের পারমাণবিক বিশেষজ্ঞ জেফরি লুইস বলেন, প্রাথমিক সূত্রগুলো থেকে দেখে যাচ্ছে যে সর্বশেষ পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি প্রায় ১০ হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এবং যা মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হানতে যথেষ্ট কার্যকরি।

ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে বলছে, যুক্তরাষ্ট্রের ডেনভার এবং শিকাগো এখন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের সীমার মধ্যে আছে। এদিকে এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায়ে-ইন মধ্যরাতে এক জরুরি নিরাপত্তা বৈঠক ডাকেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন,’ এ ঘটনায় জাপানের নিরাপত্তার জন্য হুমকি আরো গুরুতর ও বাস্তবিক হয়ে উঠেছে।’

পেন্টাগন মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, ” যে কোন ধরনের আক্রমণের জন্য আমরা প্রস্তুত এবং আমাদের মিত্রদেরও প্রস্তুত রেখেছি।  রাতে উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিরল এবং কেন এ সময়ে এ পরীক্ষা চালানো হল তা স্পষ্ট নয়। জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়া ২০১৭ সালের মধ্যে এ নিয়ে ১৪ তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৯, ২০১৭ ১২:৪৪ অপরাহ্ণ