১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২

সড়কে ঝরল পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক:

পাবনার বেড়ায় সড়ক দুর্ঘটনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন রাশেদ কবির নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো পাঁচজন। উপজেলার চাকলা ছোন্দহ সেতুর কাছে শুক্রবার রাত ২টার দিকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে খাদে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঢাকা থেকে পাবনাগামী সরকার ট্রাভেলস পরিবহনের একটি বাস বেড়া উপজেলায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। বাসের চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়। দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানান ওসি।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয় বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৯, ২০১৭ ১২:০৯ অপরাহ্ণ