১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৭

এজেন্সির গাফিলতিতে হজযাত্রা ‘অনিশ্চিত ১০৯ জনের

নিজস্ব প্রতিবেদক:

তিন হজ এজেন্সির গাফিলতিতে ১০৯ জন হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সময় মতো বিমানবন্দরে পৌঁছাতে না পারায় তাদের ছাড়াই শুক্রবার বিকেলে জেদ্দার উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের দু’টি হজ ফ্লাইট। হজ কর্তৃপক্ষ বলছে, এজেন্সির মালিকদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। আজকের (শনিবার) মধ্যে হজযাত্রীদের পাঠানোর ব্যবস্থা করা হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হজযাত্রীদের অভিযোগ, হজ এজেন্সিগুলো তাদের নির্ধারিত সময়ের মধ্যে এয়ারপোর্টে হাজির করতে না পারায় এ বিপত্তি ঘটেছে। কিন্তু সে জন্য জনপ্রতি বাড়তি ২০ হাজার টাকা করে চাওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, জাজিরাতুল আরব হজ এজেন্সির ৪২ জন, সিটি হজ এজেন্সির ৪০ জন, কে আই ট্রাভেলস হজ এজেন্সির ২৭ জন হজযাত্রী হজে যেতে পারেননি। আরো জানা গেছে, শুক্রবার বিকেল সোয়া ৫টায় এসভি-৮০৯ ফ্লাইটের ৬৯ জন এবং এসভি- ৮৪৭ ফ্লাইটের ৪০ জন রওনা হতে পারেননি।

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নির্ধারিত সময়ে হজযাত্রীরা আসতে পারেননি। এ ক্ষেত্রে এয়ারলাইন্সের কোনো ত্রুটি নেই। হজ এজেন্সিগুলোকে আগেই জানানো হয়েছিল ফ্লাইট ছাড়ার ৫ ঘণ্টা আগে রিপোর্ট করতে হবে। কিন্তু তারা বিমানবন্দরে এসে রিপোর্ট করেন কাউন্টার বন্ধ হয়ে যাওয়ার পর। মো. জাকিরের পরিবারের ৮ সদস্যের কালকের ফ্লাইটে হজে যাওয়ার কথা ছিল। কিন্তু হজ এজেন্সির গাফিলতিতে যাওয়া সম্ভব হয়নি। মো. জাকির বলেন, ‘আমি সবাইকে নিয়ে সময় মতো হজ ক্যাম্পে এসেছি। কিন্তু এজেন্সির মালিক আমাদের হাতে সময় মতো কাগজপত্র বুঝিয়ে দেয়নি। তাই এয়ারপোর্ট যেতে আমাদের দেরি হয়ে যায়।’ তিনি আরো বলেন, ‘আমরা না যেতে পেরে হজ পরিচালকের কাছে ফিরে আসি। তিনি ফোন করে একজন এজেন্সি মালিককে ডেকে আনেন। কিন্তু তারা এখন প্রতি যাত্রীর কাছ থেকে ২০ হাজার টাকা আরো বেশি চাচ্ছে। আমাদের পক্ষে এখন এতো টাকা দেওয়া সম্ভব না। আমরা এর প্রতিকার চাই।’

এ বিষয়ে জানতে চাইলে সহকারী হজ পরিচালক মো. আব্দুল মালেক বলেন, ‘আমরা ১০৯ জন হজযাত্রীর হজে যেতে না পারার বিষয়টি শুনেছি। এজেন্সি মালিকদের ডেকে আমরা নির্দেশ দিয়েছি। আজকের মধ্যে এ যাত্রীদের সৌদি পাঠাতে হবে। যদি না পাঠায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ ২৪ জুলাই থেকে সাউদিয়া এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হয়েছে। চলবে ২৮ আগস্ট পর্যন্ত। হজ পরবর্তী হাজিদের নিয়ে দেশে ফিরবে ৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। এ বছর রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া এয়ারলাইন্স হজ ফ্লাইট পরিচালনা করছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৯, ২০১৭ ১১:৫৬ পূর্বাহ্ণ