১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫১

আশুলিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার ভোর রাতে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া দুর্গাপুর পূর্বচালা এলাকায় পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে সাভারের আশুলিয়ায় নয়ন সরদার (৩২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
এলাকাবাসী জানায়, নয়ন সরদার  কাঠগড়া পূর্বচালা এলাকায় দীর্ঘদিন ধরে আকিজ গ্রুপের ডিলার হিসেবে ব্যবসা করে আসছিলেন পরে সন্ত্রাসীরা ওই এলাকায় ব্যবসা করতে হলে তার কাছে প্রায় পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এসময় ওই ব্যবসায়ী চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আজ ভোর রাতে সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীকে বাসা থেকে ডেকে নিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে কুপিয়ে জখম করে।
এসময় সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা দুটি মোবাইল ফোন লুটপাট করে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে

দৈনিক দেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৮, ২০১৭ ১১:০৯ পূর্বাহ্ণ