১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

ফরিদপুরে শিশুকন্যাকে পিটিয়ে হত্যা করল পাষণ্ড বাবা

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরে মাত্র ৩৫ টাকার জন্য হীরা (১০) নামে এক শিশুকন্যাকে পিটিয়ে হত্যা করেছে পাষণ্ড বাবা। পুলিশ অভিযুক্তকে হারুন শেখকে আটক করেছে। বৃহস্পতিবার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষনদিয়া দক্ষিনপাড়া গ্রামের এই ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে বাবার পকেট থেকে ৩৫ টাকা নেয়ার অপরাধে হীরাকে প্রথমে ঝাড়ু ও পরে লাঠি দিয়ে পিটায় হারুন। এসময় হীরা জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হীরাকে মৃত্যু ঘোষণা করেন। ওই সময় মেয়ের লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় পাষণ্ড বাবা হারুন শেখ। খবর পেয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে রাত ৮ টার দিকে হীরা মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

নওপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. হাবিবুর রহমান শিশু মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, শিশুটি সৎ মায়ের সংসারে থাকতো। এটা নিয়েও ঝামেলা হতে পারে। নইলে বাবার পকেট থেকে মাত্র ৩৫ টাকা নেয়ার অপরাধে কোন বাবা তার সন্তানকে এভাবে মারতে পারে না।

মধুখালী থানা ওসি মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কন্যার মৃত্যুর খবর জেনেই পালিয়ে যায় হারুন। পরে পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে হারুনকে লক্ষনদিয়া থেকে আটক করা হয়। ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন হীরাকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছে।

লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় হীরার নানা বাড়ির আত্মীয়রা মামলা দায়ের এর প্রস্থুতি নিচ্ছেন।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৮, ২০১৭ ১০:১৯ পূর্বাহ্ণ