১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

বেজোসের পেছনে বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক:

বিগত কয়েক বছর ধরেই টানাটানি চলছে বিশ্বের শীর্ষ ধনীর খেতাব নিয়ে। মূলত মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মধ্যে এই লড়াই চলে আসছে। কিন্তু বেজোস পেরে উঠছিলেন না। অবশেষে বৃহস্পতিবার একদিনের জন্য বেজোস বিল গেটসকে টপকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হলেন।

ফোর্বস সাময়িকী জানায়, বৃহস্পতিবার পুঁজিবাজারে অ্যামাজনের শেয়ারের দাম ২.৫ শতাংশ বাড়ার প্রভাবে বেজোসের মোট সম্পদমূল্য বিল গেটসকে ছাড়িয়ে যায়। ফোর্বসের হিসাব অনুযায়ী, বেজোসের মোট সম্পদমূল্য দাঁড়ায় ৯১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বিল গেটসের চেয়ে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বেশি। কিন্তু এরপর অ্যামাজনের শেয়ারের দরপতনে মাইক্রোসফট কর্ণধার গেটস শীর্ষ স্থান পুনরুদ্ধার করেন।

গত মার্চে ফোর্বস বিশ্বের শীর্ষ ধনীর তালিকা করে। তখন বিল গেটসের পরেই ছিলেন বেজোস। ৫৩ বছর বয়সী বেজোসের মালিকানায় রয়েছে অ্যামাজনের ১৭ শতাংশ শেয়ার। এই কোম্পানিটির বর্তমান বাজারমূল্য ছাড়িয়েছে ৫০০ বিলিয়ন ডলারে। চলতি বছরের প্রথম প্রান্তিকে অ্যামাজনের বিক্রির পরিমাণ ২৩ শতাংশ বেড়ে  দাঁড়ায় ৩৫.৭ বিলিয়ন ডলারে । জুন প্রান্তিকে এসে কোম্পানিটি আশা করছে তাদের বিক্রির পরিমাণ ১৬ থেকে ২৪ শতাংশ বাড়ার ।  বেজোস ১৯৯৪ সালে ওয়াল স্ট্রিটের চাকরি ছেড়ে দেন । এরপর বই বিক্রির জন্য অ্যামাজন প্রতিষ্ঠা করেন। তবে এখন প্রতিষ্ঠানটি ইলেকট্রনিক পণ্য কেনা-বেচার শীর্ষ প্ল্যাটফর্ম।

সাম্প্রতিক বছরগুলোতে বেজোস তার রকেট নির্মাণ কোম্পানি ‘ব্লু অরিজিন’ এবং বেশি মনোযোগী ২০১৩ সালে কেনা ওয়াশিংটন পোস্ট পত্রিকা নিয়ে ।  বেজোস জানিয়েছেন  তিনি প্রতিবছর অ্যামাজনের ১ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রি করছেন ‘ব্লু অরিজিন’ কোম্পানির তহবিল জোগাতে। তিনি এই কোম্পানি প্রতিষ্ঠা করেন বাণিজ্যিক মহাকাশ ভ্রমণের লক্ষ্যে।

অন্যদিকে বিশ্বের শীর্ষ ধনী ৬১ বছর বয়সী বিল গেটস মাইক্রোসফট প্রধানের পদ থেকে অবসর নিয়েছেন ২০০০ সালে। এখন তিনি তার প্রতিষ্ঠিত ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ নিয়ে মানবকল্যাণে ব্যস্ত। এর মধ্যেও তার সম্পদ বাড়ছে । তবে বিল গেটস বেশি মনযোগী সম্পদ বাড়ানোর চাইতে মানবকল্যাণে অর্থের ব্যবহারের বিষয়ে। এরই অংশ হিসেবে ২০১০ সালে বিল গেটস বিশ্বের তখনকার দ্বিতীয় শীর্ষ ধনী ওয়ারেন বাফেটের সঙ্গে একটি ‘ব্যক্তিগত অঙ্গীকার’ করে ঘোষণা দিয়েছিলেন, যাতে ওই দুই ধনকুবের তাদের জীবদ্দশায় মোট সম্পদের অর্ধেক মানবকল্যাণে ব্যয় করার উদ্যোগ নেবেন । আর সেই অঙ্গীকার বাস্তবায়নে এই দুই ধনকুবের বিশ্বের বিভিন্ন অনগ্রসর দেশে স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসাসেবায় কাজ করছেন।

বেজোসের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী আরেক প্রযুক্তিপ্রতিষ্ঠান ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ৩৩ বছর বয়সী জাকারবার্গের বর্তমান সম্পদের পরিমাণ ৭২ দশমিক ৬ বিলিয়ন ডলার।

দৈনিক দেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৮, ২০১৭ ১০:১৫ পূর্বাহ্ণ