২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৩

ঢাকার দুই মেয়র চিকুনগুনিয়া রোধে তৎপর ছিলেন না : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

চিকুনগুনিয়া রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের পরই ঢাকার দুই মেয়র মূলত তৎপর হয়েছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘ঢাকার দুই মেয়র চিকুনগুনিয়া রোধে বা সচেতনতায় তৎপর ছিলেন না। আমরা যখন তৎপর হয়েছি, তখন তারা তৎপর হয়েছে।’

বুধবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। একই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহেদ মালিক গণমাধ্যমকে দায়ী করে বলেন, ‘চিকনুগুনিয়া নিয়ে মিডিয়া লাফালাফি করেছে।’

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ইতোমধ্যেই অনেক কমে এসেছে, তবে সেটি কবে নাগাদ একেবারে কমে যাবে সেটি এখনই বলতে পারছি না।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জুলাই ২৭, ২০১৭ ৮:৪৩ অপরাহ্ণ