১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৯

বিএসএফের ককটেল বোমায় আহত বাংলাদেশি

জামালপুর প্রতিনিধি:

জামালপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা বাংলাদেশিকে লক্ষ্য করে ককটেল বোমা ছুড়েছেন বলে জানা গেছে। বিস্ফোরিত বোমায় গাজী মিয়া (৩৫) এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বুধবার মধ্যরাতে বকশীগঞ্জ উপজেলার পাহাড়ি জনপদ দিঘলকোণা সীমান্তের ১০৮৯ নাম্বার আন্তর্জাতিক পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে ১০৮৯ নম্বর পিলারের কাছে অবস্থান করার সময় বিএসএফের জোয়ানরা গাজী মিয়াকে লক্ষ করে ককটেল ছুড়ে মারেন। বিস্ফোরিত ককটেলের স্প্রিন্টারে তিনি আহত হন। ককটেলের শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় গাজীকে উদ্ধার বাড়িতে নিয়ে যান। গাজীর বাড়ি বকশীগঞ্জ উপজেলার বৈষন্যপাড়া গ্রামে। তার পিতার নাম বাজু মিয়া। তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। বিজিবি ময়মনসিংহ ২৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আনিসুর রহমান সীমান্তে বিএসএফের ককটেলের আঘাতে বাংলাদেশি এক ব্যক্তি আহত হওয়ায় ঘটনাটি নিশ্চিত করেছেন ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৭, ২০১৭ ৬:১০ অপরাহ্ণ