১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৬

আজ সৈয়দ হাসান ইমামের ৮৩তম জন্মদিন

নিজস্ব প্রতিবেদক:

নির্মাতা, অভিনেতা ও আবৃত্তিকার সৈয়দ হাসান ইমামের জন্মদিন বৃহস্পতিবার (২৭ জুলাই)। ১৯৩৫ সালের এ দিনে ব্রিটিশ ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন গুণী এ ব্যক্তিত্ব। ঘরোয়া আয়োজনে উদযাপিত হচ্ছে হাসান ইমামের জন্মদিন। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তা বললেন মেয়ে সৈয়দা তানজিনা ইমাম। আরো জানালেন, বাবা হিসেবে কেমন তিনি।

তানজিনা লেখেন, ‘আজ আমার আব্বুর ৮৩তম জন্মদিন। একেবারে ঘরোয়াভাবে ভালোবাসা জানালাম। আমাদের পরিবারের মধ্যমণি আমার আব্বুর আদরে প্রশ্রয়ে শিক্ষায় আমাদের বেড়ে ওঠা। আমরা তিন ভাইবোন নয় শুধু, আমার চাচাতো ভাই, আমার সন্তানরাও আব্বুর স্নেহে যত্নে আজকে মানুষ হয়েছে।

এই পোস্ট দেখলে হয়তো আরো বহু মানুষ বলবেন, তারাও আমার আব্বুর স্নেহধন্য।

আব্বু অত্যন্ত ব্যস্ত নায়ক, অভিনেতা, সংস্কৃতিকর্মী, সংগঠক, স্বাধীনতা পূর্বকাল থেকে বিভিন্ন পর্যাযের আন্দোলনে নেতৃত্ব দিলেও সংসারে কখনোই অমনোযোগী ছিলেন না। তার সন্তান অথবা আমাদের আম্মুও কখনোই কোন অভিযোগের সুযোগ পাননি।

আমাদের বেড়াতে নিয়ে যাওয়া, মাছ বেছে খাওয়ানো, পরীক্ষার আগে পড়ানো, জন্মদিনে কোন পার্কে, জাদুঘরে বা অন্য কোথাও বেড়াতে নিয়ে যেতে সময়ের অভাব হয়নি। প্রায় প্রতি বছর গ্রীষ্মের বা রোজার ছুটিতে দশ পনের দিনের জন্য বেড়াতে যেতাম। এমনকি আমার সন্তানরাও তাদের নানাভাইয়ের সাথে এমনিভাবে বেড়িয়েছে।

আমার দুই ভাইবোন সপরিবারে বিদেশে থাকে। কিন্তু আব্বু-আম্মুর দেওয়া পারিবারিক বন্ধন আমাদের দূরে যেতে দেয় না কখনোই। স্থানিক দূরত্ব যেমন কোন ব্যবধান তৈরি করেনি, তেমনি অতো দূরে থেকেও আব্বু অন্য দুই সন্তান ও সমানভাবে দেশদরদী এবং মনে প্রাণে বাংলা সংস্কৃতির ধারক। এসবই আমাদের বাবা-মা- দাদি পরিবারের শিক্ষা।

এখনো কোথাও গেলে বাবার পরিচয়ে পরিচয় করিয়ে দেন সবাই। নিজের পরিচয় ছাপিয়ে আব্বুর পরিচয়ে পরিচিত হওয়া আমাকে গর্বিত করে। এমন একজন আমার পিতা যাকে দেশের অধিকাংশ মানুষ শ্রদ্ধায় চেনে। আব্বুর প্রাণের গানের ভাষা আমরা হয়তো শিখতে পারিনি। তবে এটা সত্য যে আমরা তিন ভাইবোনই আমৃত্যু আব্বুর মতো হবার চেষ্টা করে যাবো নিরন্তর। আমাদের জীবনে আব্বুই আদর্শ। আমরা তোমাকে শুধু বাবা হিসেবেই ভালোবাসি- শ্রদ্ধা করি না। একজন আদর্শ মানুষ হিসাবেও আমাদের আব্বু আমাদের প্রাতঃস্মরণীয়।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৭, ২০১৭ ৩:১৬ অপরাহ্ণ