স্পোর্টস ডেস্ক:
প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে নেইমার বার্সেলোনার জার্সি গায়ে আলো ছড়িয়েই যাচ্ছেন। দুইদিন আগে বুধবার রাতেও জুভেন্টাসের বিপক্ষে জোড়া গোল করা ব্রাজিলিয়ান তারকা গোল করেছেন । তার সেই গোলেই যুক্তরাষ্ট্রের প্রদর্শনী টুর্নামেন্ট আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে বার্সা ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়েছে। কিন্তু সেই আলোচনা উঠে গেছে আসে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ফেডেক্স ফিল্ড স্টেডিয়ামের এই ম্যাচটাই বার্সেলোনার হয়ে নেইমারের শেষ ম্যাচ কিনা । কারণ, ফরাসি গণমাধ্যমের খবর, চুক্তিপত্রে স্বাক্ষরের দিনক্ষণ নিয়ে নয়, পিএসজি নেইমারকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার এখন অপেক্ষা করছে এবং সমর্থকদের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য।
বুধবার রাতের ওই ম্যাচের আগে নেইমার টানেলে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবার সঙ্গে একান্তে কথা বলেন। কথা বলার সময় দুজনেই হাসছিলেন । কি নিয়ে কথা বলছিলেন তারা? ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বার্সেলোনার নতুন কোচ আর্নেস্তো ভালভার্দে নেইমার-পগবার একান্ত কথা-বার্তার কথা স্বীকার করলেও কিছু বলেননি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে ।
বার্সা কোচ শুধু আরও একবার দাবি করলেন নেইমারকে বার্সেলোনার খেলোয়াড় বলেই । বললেন, ‘নেইমার এখনো বার্সেলোনার খেলোয়াড়। এখনো সে আমাদের সঙ্গেই আছে।’ তার এই দাবির মধ্যেও যেন অন্য রকম একটা গন্ধই লুকায়িত। প্রশ্ন উঠেছে, বার্সা কোচ ‘এখনো’ শব্দটা জুড়ে দিলেন কেন? ফরাসি গণমাধ্যমেও বলা হয়েছে নেইমার এখনো বার্সেলোনার। তবে শিগগিরই তিনি হয়ে যাচ্ছেন পিএসজির। ‘এখনো’ শব্দটা জুড়ে বার্সা কোচও কি সেই ইঙ্গিতই দিলেন?
বার্সা কোচ কী ইঙ্গিত করলেন সেটা অন্য বিষয়। তবে নেইমারের বাবা ফরাসি গণমাধ্যমের গুঞ্জনটাকে আরও উসকে দিয়েছেন । ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ম্যাচের পরই ইনস্টাগ্রামে নেইমার সান্তোস সিনিয়র একটা ছেলে নেইমারের একটা ছবি পোস্ট করেছেন । নেইমারের বাবা ছবিটির পাশে বার্সেলোনার হয়ে গত ৪ বছরে নেইমারের অর্জনগুলোও তুলে দিয়েছেন। যা দেখে ফুটবলবোদ্ধাদের অভিমত, এর মাধ্যমে নেইমার আসলে বার্সেলোনাকে জানিয়ে দিয়েছেন ‘গুডবাই’ ।
ফরাসি পত্রিকা লে প্যারিসিয়েনের দাবি, আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে পিএসজি চুক্তিটা সেরে ফেলবে নেইমারের সঙ্গে । চুক্তিটা নাকি হবে ৫ বছরের। ফ্রান্সের সবচেয়ে প্রভাবশালী দৈনিক লেকিপ-এর দাবি বার্সেলোনার ঝুলিয়ে রাখা ২২ কোটি ২০ লাখ ইউরো নয়, এখন দাম কষাকষিই চলছে। বার্সেলোনা নাকি নেইমারের পরিবর্তে নগদ অর্থের পাশাপাশি পিএসজির ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তিকে দলে নিতে চাচ্ছে! যে ভেরাত্তির জন্য বার্সা এর আগেই ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল।
দৈনিকদেশজনতা/ আই সি