২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৫৬

বধ্যভূমি-মুক্তিযোদ্ধাদের কবর একই নকশায়

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বধ্যভূমি, মুক্তিযোদ্ধাদের কবর এবং সম্মুখযুদ্ধের স্থানগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব স্থানের স্মৃতিস্তম্ভগুলো একই নকশায় করা হবে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আজ সম্মেলনের তৃতীয় দিন চলছে।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ডিসিরা বলেছেন এসব স্থান সংরক্ষণ করতে গেলে জমি অধিগ্রহণ করতে হবে। সরকার ডিসিদের বিদ্যমান বাজার দরে জমি কেনার নির্দেশনা দিয়েছে। মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর সরকারি সুবিধা সম্বলিত কাগজপত্র ইতোমধ্যে তৈরি হয়েছে। শিগগির এ সম্পর্কি কাগজ ডিসিদের পাঠানো হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে ডিসিদের নির্দেশ দিয়েছি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৭, ২০১৭ ২:৫৬ অপরাহ্ণ