১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৫

ইসরাইলি হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক:

মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদে মুসলমানদের নামাজ আদায় করার জন্য প্রবেশ করতে দখলদার ইসরাইলিদের বাধা প্রদান এবং মুসলমানদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দিয়েছে। জামায়াতে ইসলামী।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে ডা. শফিক বলেন, মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদে মুসলমানদের নামাজ আদায়ে বাধা প্রদান করে মুসলমানদের উপর বর্বরোচিতভাবে হামলা চালিয়ে হত্যা ও আহত করে ইসরাইলি সরকার যে ন্যক্কারজনক কাজ করেছে তার নিন্দা জানানোর কোন ভাষা নেই। অবৈধ দখলদার ইসরাইলীরা মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদে মুসলমানদের নামাজ আদায়ের জন্য প্রবেশ করতে না দিয়ে জাতিসংঘ কর্তৃক ঘোষিত মানবাধিকার সনদ চরমভাবে লংঘন করেছে। ইসরাইলিদের নৃশংস আদিম বর্বরতার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানগণ প্রতিবাদে সোচ্চার হচ্ছে। মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদকে ইহুদীদের কবল থেকে মুক্ত করা মুসলিম উম্মাহর ঈমানী দায়িত্ব। আমি আশা করি এ দায়িত্ব পালনে গোটা মুসলিম উম্মাহ দৃঢ়ভাবে এগিয়ে আসবে।
তিনি বলেন, মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদে নামাজ আদায়ের জন্য মুসলমানদের প্রবেশ করতে ইসরাইলি সরকারের বাধা প্রদান এবং মুসলমানদের উপর হামলা চালিয়ে তাদের হত্যা ও আহত করার ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমি আগামীকাল বৃহস্পতিবার সারা বাংলাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূছি ঘোষণা করছি। ঘোষিত এ বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ২৬, ২০১৭ ৯:২৯ অপরাহ্ণ