নিজস্ব প্রতিবেদক:
আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক আবিদা ইসলামকে কোরিয়া প্রজাতন্ত্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
কূটনৈতিক পেশায় তিনি ডেপুটি হাইকমিশনার হিসাবে ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের এই কর্মকর্তা যুক্তরাজ্যের লন্ডন, শ্রীলঙ্কার কলম্বো এবং বেলজিয়ামের ব্রাসেলস-এ বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন দায়িত্ব পালন করেন।
আবিদা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান (সমাজতত্ত্ব) বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটি থেকে ‘ফরেন এ্যাফেয়ার্স এ্যান্ড ট্রেড’ বিষয়ে আরেকটি মাস্টার্স ডিগ্রি লাভ করেন।
দৈনিক দেশজনতা/এন আর