১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৫

র‌্যাব-পুলিশ দিয়ে নির্বাচনে সুবিধা নিতে চাইছে আ’লীগ : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না বলে সহায়ক সরকার চায় না। এরা দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে র‌্যাব, পুলিশ ব্যবহার করে সুবিধা নিতে চাইছে। তাদের ইচ্ছা সহায়ক সরকার ছাড়া নির্বাচন দিয়ে আবারও ক্ষমতায় থাকা। কিন্তু আওয়ামী লীগের এ ইচ্ছা এবার বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’

মহানগরীর অশ্বিনী কুমার টাউন হলে বুধবার দুপুরে বিএনপির সদস্য সংগ্রহে বরিশালে দুইদিনের অভিযানে জেলা দক্ষিণ বিএনপির আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ নির্বাচন নিয়ে চাল খাটাচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এ দেশে নির্বাচন সহায়ক সরকারের মাধ্যমেই পরিচালিত হবে এবং একটি নিরপেক্ষ নির্বাচন হবে। এখানে সহায়ক সরকার ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন প্রমুখ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৬, ২০১৭ ৩:৪৫ অপরাহ্ণ