১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

নারায়ণগঞ্জে গাড়িচাপায় স্কুলছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শাফি আক্তার(৮) নামে স্কুলছাত্রী গাড়ির চাপায় নিহত হয়েছে। বুধবার সকাল ১০টায় ফতুল্লার ভুইঘড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাফি ভুইঘড় এলাকার গিয়াস উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া মেরাজ উদ্দিনের মেয়ে। সে ওই এলাকার হাজী পান্দে আলী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

শাফির বাবা মেরাজ উদ্দিন জানান, তারা স্বামী-স্ত্রী বাড়ির অদূরে একটি মশার কয়েল কারখানায় কাজ করেন। তিন সন্তানের মধ্যে বড় মেয়ে বাসায় থেকে রান্নাবান্না করে। মেজো মেয়ে স্কুল থেকে বাসায় ফিরে তাদের জন্য খাবার দিয়ে যায়। সকালে প্রতিদিনের মতো খাবার নিয়ে কারখানায় আসার পথে অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের কোনো খবর এখনো পাইনি। খোঁজ নিয়ে দেখছি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৬, ২০১৭ ৩:২১ অপরাহ্ণ