১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০০

হিজলায় অটোরিকশার উপর গাছ পড়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের হিজলা উপজেলায় অটোরিকশার উপর গাছ পড়ে গোকুল দেবনাথ (২৯) ও নোমান সরদার (২২) নামে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোকুল দেবনাথ ওই উপজেলার গুয়াবাড়িয়া এবং নোমান সরদার কালিকাপুর এলাকার বাসিন্দা। হিজলা থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, হরিনাথপুর বাজার থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা মৌলভীরহাটে যাচ্ছিল। বোর্ড স্কুল এলাকায় পৌঁছালে টানা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে থাকা সড়কের পাশের একটি পুরনো বাবলা গাছ অটোরিকশার উপর উপড়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং গাছ সরিয়ে ৩ জনকে উদ্ধার করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নোমান ও গোকুলকে মৃত ঘোষণা করেন। আহত কিশোর রাজিব সরদার হাসপাতালে ভর্তি আছেন বলে ওসি জানিয়েছেন।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৬, ২০১৭ ১০:১৩ পূর্বাহ্ণ