স্পোর্টস ডেস্ক:
মৌসুমের শুরুতে সবচেয়ে বড় খবর ছিল, ক্রিস্তিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন। পর্তুগালেরই পত্রিকা ‘আ বোলা’ বোমাটি ফাটিয়েছিল। পত্রিকাটির প্রতিবেদনে দাবি করা হয়, রোনালদোই নাকি তার পর্তুগাল জাতীয় দলের সতীর্থদের বলেছেন, এই গ্রীষ্মেই তিনি রিয়াল ছাড়বেন। এরপর রোনালদোর রিয়াল ছাড়ার গুঞ্জনটা ছিল প্রায় সপ্তাহ দুয়েক ‘টক অব দ্য বিশ্ব।’ ধীরে ধীরে সেই গুঞ্জন হাওয়ায় মিলিয়ে গেছে। ফুটবলপ্রেমীরাও বুঝে গেছে রোনালদো রিয়ালেই থাকছেন। অবশেষে রোনালদোও জানিয়ে দিলেন, তিনি রিয়ালেই থাকবেন। তবে তার আগে রিয়ালের পর্তুগিজ সুপারস্টার শুরুর সেই গুঞ্জনের কথা অকপটে স্বীকার করলেন। তিনি বললেন, কর ফাঁকির ঝামেলার কারণে আসলেই রিয়াল ছাড়তে চেয়েছিলাম।
গত জুনে রাশিয়ায় ফিফা কনফেডারেনস কাপ চলার সময় রোনালদোর রিয়াল ছাড়ার গুঞ্জনটি ছড়ায় । রোনালদো তখন পর্তুগাল জাতীয় দলের সঙ্গে রাশিয়াতেই ছিলেন। এরপর ওই গুঞ্জন নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। রিয়াল মাদ্রিদকে দলের সেরা তারকার ক্লাব ছাড়ার গুঞ্জনে নাকে মুখের জল এক করতে হয়েছে। কিন্তু রোনালদো এ ব্যাপারে একটা কথাও কখনো বলেননি। মুখে কুলুপ এঁটেছিলেন। তিনি অবশেষে মুখ খুলে রিয়াল সমর্থকদের সুখবরই শোনালেন।
রোনালদো সদ্য শেষ হওয়া মৌসুমে রিয়ালকে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন । রিয়ালের হয়ে সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রেখে সামনে আরও অনেক অনেক শিরোপা জিততে চান । প্রাক-মৌসুম প্রস্তুতি নিতে দল নিয়ে বেশ কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে চলে গেছেন কোচ জিনেদিন জিদান। কিন্তু ৩২ বছর বয়সী এখনো ছুটি কাটাতেই ব্যস্ত। তবে ছুটি শেষে শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন জানিয়ে ৪ বারের ফিফা বর্ষসেরা ফুটবলার বলেছেন, ‘গত মৌসুমে ক্লাবের হয়ে বড় দুটি শিরোপা জেতাটা ছিল অসাধারণ। ঠিক ব্যক্তিগত পুরস্কার পাওয়ার মতো। আবারও তা করতে পারাটা হবে দারুণ ব্যাপার।’
রিয়াল মাদ্রিদের মুখপাত্র হিসেবে পরিচিত দ্য মার্কাকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে রোনালদো সাফল্যের কারণ ব্যাখ্যায় বলেছেন, ‘সাফল্য পেতে হলে আপনাকে বছরের পর বছর কঠোর পরিশ্রম করতে হবে। আমি সেটাই করে যাচ্ছি। ফুটবল আমার জীবন। আমার আবেগ।’
দৈনিকদেশজনতা/ আই সি