২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৯

গোপালগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি::

এখন পর্যন্ত থানায় মামলা হয়নি গোপালগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাবা কাজী মাহাবুব (৫০) নিহত হওয়ার ঘটনায় । ঘটনার পর থেকে ঘাতক আকাশসহ তার পুরো পরিবার পালিয়ে গেছে। স্ট্যাম্প ভেন্ডার ও দলিল লেখক সমিতি তিন দিনের শোক কর্মসূচি পালন করছে কাজী মাহাবুবের হত্যার প্রতিবাদে । কর্মসূচির মধ্যে রয়েছে অর্ধদিবস কর্ম বিরতি, কালোব্যাজ ধারণ ও দোয়া মাহফিল। উল্লেখ্য, গোপালগঞ্জে শহরের পাবলিক হল রোডের বাসিন্দা নিহত কাজী মাহাবুবের মেয়ে বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীকে প্রায়ই বখাটে আকাশ উত্ত্যক্ত করত। তাকে এ নিয়ে বেশ কয়েকবার নিষেধ করলেও তা না শুনে সে মেয়েটিকে উত্ত্যক্ত করার পরিমাণ আরো বাড়িয়ে দেয়। বিষয়টি ধৈর্যের বাইরে গেলে মেয়ের বাবা কাজী মাহাবুব বিষয়টি অভিযোগ করেন থানা পুলিশের কাছে । পরে পুলিশ তাকে ধরে নিয়ে জেল হাজতে পাঠায়। এর জের ধরে গত ১৫ জুলাই রাত ৯টার দিকে গোপালগঞ্জে শহরের পাবলিক হল রোডের নিজ বাসার সামনে সন্ত্রাসী আকাশ কাজী মাহাবুবকে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, তার পরিবারের কেউ থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দেননি। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আকাশসহ তার পরিবার পালিয়ে গেছে। তিনি আরো জানান, তারপরেও আমরা জেলার বিভিন্ন স্থানে অভিযুক্তদেরকে ধরতে  অভিযান চালিয়ে যাচ্ছি। আশাকরি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারব। নিহত কাজী মাহাবুব গোপালগঞ্জ সদর সাব-রেজিস্টার অফিসের একজন স্ট্যাম্প ভেন্ডার ও হরিদাসপুর ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৫, ২০১৭ ৫:৩৯ অপরাহ্ণ