১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৭

টুকুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক:

যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ পালন করবে সংগঠনটি। সংগঠনের সভাপতি সাইফুল আলম নিরব, সিনিয়র সহ-সভাপতি মুরতাজুল করিম বাদরু ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসান ও যুগ্ম সম্পাদক নরুল ইসলাম নয়ন এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচি আহ্বান করেন।

যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুর বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে জেলা শহরে এবং ঢাকা মহানরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুবদল।

তিনি আরো জানান, টুকুর বিরুদ্ধে মামলা করায় যুবদল নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

সম্প্রতি টাঙ্গাইলে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ ও সরকারের মদদপুষ্টরা যৌথভাবে হামলা চালিয়ে অনুষ্ঠানটি পণ্ড করে দেয়। পুলিশি হামলায় বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে এবং ৮ জন নেতাকর্মীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৫, ২০১৭ ৩:৫৯ অপরাহ্ণ