১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

সর্বগ্রাসী ধ্বংসের দ্বারপ্রান্তে দেশ আজ : খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন মন্তব্য করেছেন কর্মসংস্থান না থাকায় যুবকরা অপরাধে জড়াচ্ছে। মঙ্গলবার ড. খন্দকার মোশাররফ হোসেন  কুমিল্লার দাউদকান্দিতে কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ।

তিনি আরও বলেন, ‘আজ দেশ সরকারের সীমাহীন ব্যর্থতায়  সর্বগ্রাসী ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশে গণতন্ত্র, আইনের শাসন অনুপস্থিত। অর্থনীতি স্থবির। বিদেশি বিনিয়োগ বন্ধ। বাড়ছে শিক্ষিত বেকার । সর্বত্র বিরাজ করছে চরম অস্থিরতা। কর্মসংস্থান না থাকায় মেধাবী শিক্ষিত বেকার যুবকরা হতাশা থেকে লিপ্ত হচ্ছে জঙ্গিবাদ, মাদকসহ সমাজবিরোধী নানা অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডে। তাই দেশে জনগণের নির্বাচিত সরকার প্রয়োজন গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবং এজন্য বিকল্প নেই নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের । ‘

কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. নূরুল আমীন, সাবেক জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন প্রমুখ।

প্রকাশ :জুলাই ২৫, ২০১৭ ৩:৪১ অপরাহ্ণ