১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:৩৯

স্টেইনকে মোস্তাফিজের উত্তর

দেশজনতা ডেস্ক :

দু’দিন আগে মোস্তাফিজুর রহমানের খোঁজ নেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। বাংলাদেশের এ পেসারকে ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলতে না দেখে টুইট করেন তিনি। স্টেইন লেখেন, ‘একটা প্রশ্ন…। ফিজের কী হয়েছে? সে কি ইনজুরিতে?’ বর্তমান সময়ে অন্যতম সেরা দুই বোলার স্টেইন ও মোস্তাফিজ। কিন্তু মোস্তাফিজ যে, এবার আইপিএলে খুব একটা ভাল করতে পারেননি তা হয়তো জানেন না স্টেইন। এছাড়া সেখান থেকে দেশে ফিরে ত্রিদেশীয় সিরিজ খেলতে তিনি যে এখন বাংলাদেশ দলের সঙ্গে আয়ারল্যান্ডে সেটাও হয়তো জানেন না। অবশ্য ভক্তদের রিটুইটে স্টেইন আগেই মোস্তাফিজের অবস্থা জেনে গেছেন। কিন্তু বাংলাদেশের উদীয়মান পেসার মোস্তাফিজ এবার নিজেই টুইট করে নিজের অবস্থার কথা জানালেন। মোস্তাফিজ টুইট করেন, ‘আমি ভাল আছি। ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে আমি এখন আয়ারল্যান্ডে। আমাকে মনে করার জন্য আপনাকে ধন্যবাদ।’

এম/এম

প্রকাশ :মে ৯, ২০১৭ ৬:৩৬ অপরাহ্ণ