স্পোর্টস ডেস্ক:
গৌতম গম্ভীর আর বিরাট কোহলি। একে অপরকে খুব একটা মেনে নিতে পারেন না! কেন যেন লেগে যায় কোহলি-গম্ভীরের! মাঠে কিংবা মাঠের বাইরে। অনেকে তো দুজনের সম্পর্কটাকে ‘সাপে-নেউলে সম্পর্ক’ হিসেবেই দেখছেন। আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেট- মাঠে কথার লড়াই সব জায়াগাতেই হয়। আইপিএলে দুজনকে তর্কে জড়িয়ে পড়তে দেখা গেছে কয়েকবার। এবার আর মাঠে নয়, ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে কোহলিকে নিয়ে কথা বলেন গম্ভীর। ভারতের ক্রিকেটে এ যেন চিরকালের এক অপবাদ- দেশের মাটিতে বাঘ, বিদেশে গেলেই বিড়াল। সেই অপবাদ মুছতে পারলে কোহলিই হবেন ভারতের সেরা অধিনায়ক। শুধু ভারত নয়, উপমহাদেশের বাইরে বেশি বেশি জিততে পারলেই কিনা কোহলিকে ভালো অধিনায়ক মানবেন গম্ভীর!
ক্রিকইনফোকে গম্ভীর বলেন, ‘শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে ফেবারিট ভারত। সেখানে জিততে পারে কোহলির দল। তবে উপমহাদেশের বাইরে (টেস্ট) জয়ের অভ্যাস গড়ে তুলতে হবে কোহলিকে। তাহলেই কিনা তাকে অধিনায়ক করার মান রাখতে পারবে। নিজেকে প্রমাণ করতে পারবে, সে ভালো অধিনায়ক।’
দৈনিকদেশজনতা/এন এইচ