১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

আজ আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছেন প্রণব মুখার্জি

আন্তর্জাতিক ডেস্ক:

আজ আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছেন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। তিনি নতুন প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দ’র হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে রাষ্ট্রপতি ভবন থেকে বিদায় নেবেন। তার নতুন ঠিকানা হবে দিল্লি। সেখানকার লুতিয়েনসে ১০ রাজাজি মার্গ বাংলো হচ্ছে তার এই ঠিকানা। এটি একটি আট কক্ষ বিশিষ্ট দ্বিতল বাসা। এর আয়তন ১১৭৭৬ বর্গফুট। এতে রয়েছে একটি লাইব্রেরি ও রিডিং রুম। এর আগে রাজাজি মার্গ পরিচিত ছিল কিং জর্জ এভিনিউ নামে। স্বাধীনতার পরে সি রাজ গোপালচারীর নামে এ ভবনটির নামকরণ করা হয়। উল্লেখ্য, তাকে রাজাজি নামেই বেশি ডাকা হতো। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়েছে ওই বাংলোটি একটি ব্যতিক্রমধর্মী হেরিটেজ। এর ঢালু ছাদ লাল টাইলসে তৈরি। চিমনিগুলোতে নতুন করে রঙ করা হয়েছে। বাসার বাইরে রয়েছে সুবিস্তৃত লন ও বাগান। ২০১৫ সালে মারা যান সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালাম। তার আগে পর্যন্ত এ বাড়িতেই ছিলেন তিনি। তারপর এখানে বসবাস করছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহেষ শর্মা। বিজেপি দলের এই নেতা এখন চলে গেছেন ১০ আকবর রোডে। ভারতের নতুন প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দকে রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানানোর পর আজ ২৫ জুলাই রাইসিনা হিলের শীর্ষে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন ছাড়বেন প্রণব মুখার্জি।
উল্লেখ্য, ১৯৬২ সালে প্রণীত প্রেসিডেন্টের পেনশন আইনের অধীনে দেশের ভেতরে যে কোনো স্থানে ফ্রিতে থাকার জন্য প্রেসিডেন্ট আবাসন সুবিধা পাবেন।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৫, ২০১৭ ১১:১১ পূর্বাহ্ণ