১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২০

পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল শুরু ২১ ঘণ্টা পর

নিজস্ব প্রতিবেদক:

বৈরী আবহাওয়ার কারণে ২১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে পুনরায় লঞ্চ চলচল শুরু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় লঞ্চ চলাচল শুরু হয়। এ নৌরুটে সর্বমোট ৩৩টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হয়

এর আগে সোমবার বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদীতে তীব্র ঢেউ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএর আরিচা ঘাট শাখার সহকারী পরিচালক ট্রাফিক ফরিদুল ইসলাম লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করে জানান, পদ্মা নদীতে ঢেউ কমে যাওয়ায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৫, ২০১৭ ১০:৩৯ পূর্বাহ্ণ