১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৪

মাদারীপুরে ৫ জনকে কুপিয়ে আহত, আটক ১

নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরে ঘরের ভেতর প্রবেশ করে একই পরিবারের ২ জনসহ ৫ জনকে কুপিয়ে আহত করেছে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। রোববার রাত ১০টার দিকে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সাদবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হিজবুল মাতুব্বরকে আটক করেছে পুলিশ।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন মুঠোফোনে জানান, রাতে সাদবাড়িয়া এলাকার বাসিন্দা পলাশ খন্দকারের বাড়িতে দেশিয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে একই এলাকার মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিজবুল মাতুব্বর। কিছু বুঝে না উঠতেই পলাশ ও তার স্ত্রী বেবি বেগমকে কুপিয়ে আহত করে ওই ব্যক্তি।

পরে তাদের চিৎকারে প্রতিবেশী মাহবুব, এনামুল, এনাম শেখ এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় হিজবুল। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থায় অবনতি হলে রাতেই ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল প্রেরণ করা হয়।

খবর পেয়ে অভিযুক্ত হিজবুলকে দেশিয় অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৪, ২০১৭ ৩:৫৮ অপরাহ্ণ