নিজস্ব প্রতিবেদক:
‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান হলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আইকন। গেল বিপিএলে দল ছিল ৭টি। এবার বেড়েছে একটি। আর তাই একটি দলের হিসেবে এবারের এই পঞ্চম আসরে একজন আইকন বা এ প্লাস খেলোয়াড় বাড়াতেই হতো। সেই জায়গাটা পেলেন দেশের সেনসেশনাল বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সোমবার বিপিএলের গভর্নিং কাউন্সিলের এক সংবাদ সম্মেলনে এসেছে এই ঘোষণা। বাকি ৭ আইকন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও সৌম্য সরকার।
গতবার অবশ্য ইনজুরির কারণে বিপিএলে খেলা হয়নি ২১ বছরের বিস্ময় বোলার মোস্তাফিজের। তবে ঢাকা ডায়নামাইটসের শিবিরেই ছিলেন। তার আগেরবার প্রথমবারের মতো বিপিএল খেলেছিলেন মোস্তাফিজ ডায়নামাইটসের হয়েই। কিন্তু এবার তার দল বদলানোর প্রয়োজন হয়ে পড়ছে। ঢাকা ডায়নামাইটসে সাকিব আল হাসানের খেলার কথা। এক দলে দুই আইকন বা এ প্লাস খেলোয়াড়ের থাকার সুযোগ নেই। প্রত্যেক দলে থাকবেন একজন করে আইকন। সুতরাং, মোস্তাফিজের দল কোনটা হচ্ছে সেটাও এক আলোচনার বিষয়।
বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানালেন, দল একটি বাড়ায় এবার আইকন খেলোয়াড় একজন বেড়েছে। মোস্তাফিজের ভবিষ্যৎ সম্ভাবনার বিচারেই তাকে আইকন হিসেবে বেছে নেওয়া। তাছাড়া এই সংস্করণের ক্রিকেটে জাতীয় দল ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্সও দুর্দান্ত। ২০১৫ সালে আন্তর্জাতিক অভিষেকেই বিশ্ব কাঁপিয়েছিলেন মোস্তাফিজ। প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে হয়েছেন ওই আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ও। কিন্তু তারপর থেকে ইনজুরির সাথে বেশ লড়তে হয়েছে তরুণ বোলারকে।
২০১৬ সালের অনেকটা সময় ভালো যায়নি মোস্তাফিজের। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আলো ছড়াতে পারেননি। এখন পর্যন্ত মোস্তাফিজ খেলেছেন ৪টি টেস্ট, নিয়েছেন ১২ উইকেট। ২২ ওয়ানডেতে তার শিকার ৪৪ উইকেট। এটা এখনো দুর্দান্ত। ম্যাচে ৫ উইকেট আছে তিনবার। আর ১৭টি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তিনি নিয়েছেন ২৭ উইকেট। সব মিলিয়ে ৪৬টি টি-টুয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা মোস্তাফিজের। সাতক্ষীরার যুবা তাতে ৬২ উইকেট নিয়ে দারুণ সফল। ম্যাচে ৫ উইকেট আছে একবার। আর ৪ উইকেট ২ বার। এখন পেস বোলিং কোচ কিংবদন্তি কোর্টনি ওয়ালশের অধীনে নিজেকে ফিরে পাওয়ার জন্য জাতীয় দলের ক্যাম্পে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন মোস্তাফিজ।
দৈনিক দেশজনতা /এমএইচ