১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫৩

বজ্রপাতে ময়মনসিংহ জিলা স্কুলের ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহে শহরে জিলা স্কুল মাঠে খেলার সময় বজ্রপাতে ঐ স্কুলের ছাত্র আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মৃত ছাত্রের নাম মাহমুদুল হাসান খান তামিম (১৪)। তার বাড়ি ময়মনসিংহের গোহাইলকান্দি এলাকায়।

মঙ্গলবার(০৯ মে) দুপুর সোয়া ২টার সময় জিলা স্কুল মাঠে এই ঘটনা ঘটে।

জানা যায়, তামিম জিলা স্কুলের নবম শ্রেণীর দিবা শাখার ছাত্র। বৃষ্টির সময় ১২/১৫ জন ছাত্র মিলে মাঠে ফুটবল খেলছিলো। এসময় বজ্রপাতে আহত হয় তামিম।

পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এম/এম

প্রকাশ :মে ৯, ২০১৭ ৫:৪৭ অপরাহ্ণ