২১শে জানুয়ারি, ২০২৫ ইং | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৫১

অভিনয়ে ফিরছেন রাজ্জাক, তবে…

নিজস্ব প্রতিবেদক:

শারীরিক অবস্থার কারণে বেশ আগেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন কিংবদন্তি অভিনেতা রাজ্জাক। প্রকাশ্যেও তাকে খুব একটা দেখা যায় না আজকাল। এবার ফিরছেন অভিনয়ে। তবে, পুরো বিষয়টি নির্ভর করছে সুস্থতার ওপর। সম্প্রতি এমনটা জানালেন নায়করাজের ছেলে অভিনেতা-নির্মাতা সম্রাট। তিনি জানান, সিনেমা নয় টেলিফিল্মে দেখা যেতে পারে রাজ্জাককে।

‘অতঃপর বিয়ে’ নামের টেলিফিল্মটি নির্মিত হবে কমেডি ধাঁচের গল্পে। লিখেছেন শফিক খান দিলু। পরিচালনার পাশাপাশি মূল চরিত্রে অভিনয় করবেন সম্রাট। বর্তমানে চলছে প্রি-প্রডাকশন। সম্রাট জানান, টেলিফিল্মটির একটি চরিত্রে তার প্রথম পছন্দ রাজ্জাক। ‘বাবা কেন চাকর’ অভিনেতার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে বাকিটা। নইলে বিকল্প ভাবতে হবে। টেলিফিল্মটির শুটিং শুরু হবে আগস্টে। প্রচার হবে ঈদুল আজহায়।

এক বছর আগে সম্রাটের পরিচালনায় ‘চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন রাজ্জাক। এছাড়া দুই বছর আগে মুক্তি পাওয়া ‘কার্তুজ’ সিনেমায় দেখা যায় তাকে। সিনেমাটি পরিচালনা করেছেন তার ছেলে অভিনেতা বাপ্পারাজ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৪, ২০১৭ ১২:৫২ অপরাহ্ণ