১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:৫৬

চাঁদপুরে সাবেক স্ত্রীকে গলাকেটে হত্যা

চাঁদপুরের হাজীগঞ্জে মিতু আক্তার (২২) নামে এক নারীকে তার সাবেক স্বামী গলাকেটে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ১০টার দিকে উপজেলার ৪ নম্বর কালোচো ইউনিয়নের বাজনাখাল চাঁনপুর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মিতু ওই বাড়ির মৃত আবু তাহের বেপারীর মেয়ে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

মিতুর মা রাবেয়া বেগম জানান, মিতু প্রেম করে একই উপজেলার দশগ্রাম ইউনিয়নের কীর্ত্তণখোলা গ্রামের সুরুজ মিয়ার ছেলে হযরত আলীকে বিয়ে করে। আলী এর আগেও একটা বিয়ে করেছিল। মেয়ে তা জানতো না। তারপরও দুই বছর সংসার করে একবছর আগে দু’জন আলাদা হয়ে যায়।

রাবেয়া বেগম আরো জানান, তালাকের কয়েক দিন পর তৃতীয় বিয়ে করে বাহরাইন চলে যায় হযরত আলী। সেখান থেকে মুঠোফোনে মিতুর সঙ্গে আবার যোগাযোগ শুরু করে। হযরত আলী তাকে অন্য কোথাও বিয়ে করতে নিষেধ করেছিল। তিনি অভিযোগ করে বলেন, রোববার রাতে হযরত আলী তার ২/৩ জন বন্ধু নিয়ে আমাদের বাড়িতে আসার কথা ছিল। রাত ৯টার দিকে হযরত আলী মেয়ের ফোনে কল দিয়ে বাড়ির সামনে যেতে বলে । এরপর ঘর থেকে বের হয় মিতু। প্রায় একঘণ্টা হয়ে গেলে আমি মিতুকে খুঁজতে বের হলে টয়লেটের পাশে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখি। রাবেয়া বেগমের দাবি হযরত আলীই মিতুকে হত্যা করেছে বলে।  হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, মিতুর গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। ওসি জানিয়েছেন এ বিষয়ে বাদী হয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন মিতুর মা রাবেয়া বেগম।

প্রকাশ :জুলাই ২৪, ২০১৭ ১:০০ অপরাহ্ণ