২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৯

ভোলায় ট্রলারডুবে চার জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক:

ভোলার মনপুরায় চরনিজাম তিন চর সংলগ্ন সাগরে ট্রলারডুবির ঘটনায় চার জেলে এখনও নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ওই ট্রলারের ১১ মাঝিকে উদ্ধার করা হয়েছে। উপজেলার চরনিজাম তিন চর সংলগ্ন সাগরে রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- সাইফুল মাঝি (২৮), বাচ্চু (৪৫), আকাশ (৩৫) ও কামাল মাঝি (৫৮)। তাদের সবার বাড়ি চরফ্যাসন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের সামরাজ এলাকায়।

চরনিজাম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ জানান, চরনিজামের আবু মাঝির গদির কামাল মাঝির ট্রলার রাতে তিন চর সংলগ্ন সাগরে মাছ ধরা অবস্থায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে কামাল মাঝিসহ অপর চার জেলে নিখোঁজ হয়েছেন। রাতেই নিখোঁজ জেলেদের উদ্ধারে চর নিজাম থেকে ৮টি ট্রলার সাগরে গেছে।

তিনি আরো জানান, ডুবে যাওয়া ট্রলারটি চরফ্যাশনের ঢাল চর সংলগ্ন সাগর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত উদ্ধারে যাওয়া ট্রলারগুলো এখনও ফিরে আসেনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৪, ২০১৭ ১২:১৭ অপরাহ্ণ