১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৬

জেদ্দার উদ্দেশ্যে হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ল

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ৪১৮ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে হজের প্রথম ফ্লাইট। সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-১০১১ যাত্রা শুরু করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করে হজযাত্রীদের বিদায় জানান।
মন্ত্রণালয় ও বিমান সূত্রে জানা গেছে, আজ হজ ফ্লাইট বিজি-৩০১১ দুপুর ১টা ৫৫ মিনিটে ৪১৯ জন, বিজি-৭০১১ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ৪১৯ জন এবং সিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা ৪০ মিনিটে ঢাকা ছাড়বে জেদ্দার উদ্দেশে।
হজ অফিস পরিচালক হাফিজ উদ্দিন জানান, আজ সরকারিভাবে হজে যাওয়া যাত্রীদের প্রথম যাত্রা শুরু হচ্ছে। হজযাত্রীদের সুবিধার্থে এ ক্যাম্পেই ইমিগ্রেশন ও কাস্টমস করা হচ্ছে । একই সঙ্গে বিমানের টিকিট দেয়া হচ্ছে।১৫টি সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হজযাত্রীদের সেবায়  ক্যাম্পে সেবা দিচ্ছে। ক্যাম্পের একটি মাত্র গেট দিয়ে দু’দফায় তল্লাশির পর হজযাত্রী ও তাদের স্বজনদের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। আলাদা করে দেয়া হয়েছে নারীদের লাইন । বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন । স্কাউটসহ বেশ কয়েকটি বেসরকারি সংস্থার সদস্যরা একই সঙ্গে হজযাত্রী সেবায় নিয়োজিত রয়েছেন ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৪, ২০১৭ ১২:১৮ অপরাহ্ণ