১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৭

ভোলায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

ভোলা প্রতিনিধি:

“বৃক্ষ রোপণ করে যে, সম্পদশালী হয় সে” এ স্লোগানকে সামনে রেখে ভোলায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত এ মেলা চলবে। এ উপলক্ষ্যে আজ শনিবার বিকেল ৪টায় ভোলার জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপকূলীয় বন বিভাগ ভোলা এর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার ল্যাফটেন্যান্ট ফারুকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন, ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা প্রমুখ। মেলায় দেশের বিভিন্ন জেলার প্রায় ৫০টি স্টল রয়েছে। স্টলগুলোতে বিভিন্ন প্রকার গাছের চারা পাওয়া যাবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ৯:৪৬ অপরাহ্ণ