১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৯

পীরগাছায় ঘাঘট নদীর ভাঙ্গন শুরু

মো: গোলাম আযম সরকার .রংপুর:
রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের পিয়ার পাড়া এবং পাশ^বর্তী কৈকুড়ী ইউনিয়নের কুটিপাড়া গ্রামে সামান্য দুই কিলোমিটার বাঁধ না থাকার কারনে প্রতি বছর বর্ষা মৌষুমে নর্দী গর্ভে চলে যাচ্ছে এলাকার শত শত বাড়ি- ঘর । বর্তমানে পুনরায় ঘাঘট নর্দীর ভাঙ্গন শুরু হয়েছে।
এলাকাবাসিরা বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারং বার বলার পড়েও বাঁধ নির্মাণ করা হয়নি। এদিকে পীরগাছার উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বি এন পির সভাপতি আলহাজ¦ আফসার আলী বলেন, পানি উন্নয়ন বোর্ড যদি বাঁধ নির্মান করে দেয় তাহলে এ উপজেলার বসতভিটা ঘাঘটের ভাঙ্গন থেকে রক্ষা পেত। তিনি পানি উন্নয়ন বোর্ডের কতৃপক্ষের কাছে জোড় দাবি করে বলেন, তদন্ত স্বাপেক্ষে উক্ত এলাকায় ২ কিলোমিটার বাঁধ নির্মান করে দেওয়ার জন্য।
এলাকাবাসি হোসেন আলী রানা, ইসমাইল হোসেন সাবু,মো: ময়েজ মন্ডল , মোছা: আরেফা বেগম মোজ্জামেল হক,আবু তালেব সৈয়দ আলী , মোত্তালেব হোসেন, হানিফ আলী, ধলা মিয়া আলমগীর হোসেন ইদরীস প্রামানিক,হানিফ আলী মন্ডল শাহাজাহান মন্ডল,বকুল মন্ডল,আবু আসলাম, ওসমান মন্ডল ,মকবুল প্রামানিক,আখিমুদ্দিন, লাল মিয়া, চান্দু মিয়া, মোখলেছুর রহমান ,হামিদুল ইসলাম জরিনা বেগম আ: রহিম মাষ্টার সহ অনেকে বলেন,মাত্র ২ কিলোমিটার বাঁধ নিমার্ণ না হওয়ার কারনে প্রতি বছর ঘাঘট নর্দীর গর্ভে চলে যাচ্ছে শত শত হেক্টর জমি। সংশ্লিষ্ঠত কর্তূৃপক্ষকে এ বিষয়টি জানার পরেও বাধঁ নির্মাণের কোন প্রকার পদক্ষেপ নেইনি। আবার ঘাঘট নর্দীর ভাঙ্গন শুরু হয়েছে।
এলাকাবাসিরা ক্ষোপ করে বলেন, আমাদের সহায় সম্বল সবগুলো যদি নর্দী গর্ভে চলে যায় তাহলে আমরা থাকবো কোথায়, আমরা এখন যাব কোথায়, আমাদের জানা নেই।
পিয়ার পাড়ের পশ্চিম পাশের্^ হলো মিঠাপুকুর উপজেলা, ঘাঘট ভাঙ্গন শুরু হয়েছে মুলত পীরগাছা উপজেলার পিয়ার পাড়ায় , অপর দিকে পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের কুটিপাড়া নামক স্থানের অনেক জায়গায় নর্দী থেকে অনেকের বাড়ি ৫০ গজের মধ্যে এসে গেছে।
সরেজমিনে ওই এলাকায় গেলে এলাকাবাসিরা এ প্রতিবেদকের কাছে এসে তারা আহাজারি করে বলেন যত তারা তারি সম্ভব আমাদের বাঁধটি তৈরি করা দরকার , আর বাঁধটি তৈরি করা হলে ঘাঘটের কাছ থেকে রক্ষা পাবে এ এলাকার অনেক বসতবাড়ি। তারা সরকারের কাছে বাঁধটি নির্মাণ করে দিবার জন্য অনুরোধ করেছেন।
কেউ কেউ আবার বলেন , আমরা চেয়ারম্যানের কাছে গিয়ে ছিলাম তিনি আমাদের কে বলেছেন এ বাঁধ নির্মাণের কাজ হলো পানি উন্নয়ন বোর্ডের তারা যদি বাধ নির্মান না করে দেয় তাহলে বাধ নির্মান করা সম্ভ্যব নয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ৯:২৮ অপরাহ্ণ