১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৯

দুদকের জিজ্ঞাসাবাদ সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যানকে

নিজস্ব প্রতিবেদকঃ

প্রায় ২০০ কোটি টাকার ঋণ প্রদানে অনিয়মের অভিযোগ সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও একজন সাবেক উপব্যবস্থাপনা পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে ‍দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ তিনজন হলেন, ব্যাংকটির চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল ইসলাম ও সাবেক উপব্যবস্থাপনা পরিচালক শওকত আলীকে জিজ্ঞাসাবাদ করেছে ‍দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাদেরকে পর্যায়ক্রমে দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাদের কাছে অভিযোগ সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়। একই সঙ্গে অনুসন্ধানের স্বার্থে আরো বেশকিছু নথিপত্র চাওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের তলব করে চিঠি পাঠানো হয়। একই অভিযোগ অনুসন্ধানে গত ১২ জুলাই সাউথ বাংলা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) বিধান কুমারসহ তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

দুদক সূত্র জানায়, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০০ কোটি টাকা ঋণ দিয়েছেন। অভিযোগ রয়েছে, মেসার্স আলফা এক্সেসরিজ অ্যান্ড অ্যাগ্রো এক্সপোর্ট লিমিটেডের নামে প্রায় ৩৩ কোটি টাকার অনিশ্চিত শ্রেণিকরণ ঋণ থাকা সত্বেও নিয়মবহির্ভুতভাবে আরো প্রায় ২০০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। দুদক থেকে এমন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর জুন মাসের শেষের দিকে দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ৭:২৫ অপরাহ্ণ