১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৬

কাতারে বাংলাদেশী স্কুলে পাসের হার ৯৪.৪

দৈনিক দেশজনতা ডেস্ক:

দেশের সঙ্গে মিল রেখে চলতি বছর কাতারের সাত কেন্দ্রে এইচএসসিতে গড় পাসের হার ৯৪ দশমিক ২১ শতাংশ। এবার ১০টি বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। কারিগরিতে পাসের হার ৮১.৩৩ শতাংশ, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৬.৮৪ শতাংশ এবং মাদরাসা বোর্ডে পাসের হার ৭৭.০২ শতাংশ।

এর মধ্যে কাতারের রাজধানী দোহার আবু হামর এলাকাস্থ বাংলাদেশ এমএইএম স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৭২ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে ৬৮ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১৪ শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন চারজন। এ বছর পাসের হার ৯৪.৪ শতাংশ।

এমএইএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দীন আনন্দের সঙ্গে জানান, বিগত বছরের চেয়ে এ বছর ফলাফল অনেক ভালো হয়েছে। বাংলাদেশ এ বছর পাসের হার শতকরা ৬৮.৯১ ভাগ হলেও আমাদের স্কুলে এই হার ৯৪ শতাংশের বেশি। এসময় তিনি কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ এপ্রিল। ব্যবহারিক পরীক্ষা ১৬ মে শুরু হয়ে শেষ হয় ২৫ মে। এর মধ্যে বিদেশের সাত কেন্দ্রে অংশ নেয় মোট ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ৭:২০ অপরাহ্ণ