১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৬

নড়াইলে পুলিশি অভিযানে আটক ৩১

নিজস্ব প্রতিবেদক:

নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৮ মাদক ব্যবসায়ী ও ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৩১ জনকে আটক করা হয়েছে। অভিযানকালে ৫৬ পিস ইয়াবা, ৬৮০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, রোববার জেলার বিভিন্ন এলাকায় সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায়  অভিযান চালানো হয়। নড়াইল সদর থানায় আটক করে তিন মাদক ব্যবসায়ীসহ ১০ জন, লোহাগড়া থানায় দুই মাদক ব্যবসায়ীসহ ৮জন, কালিয়া থানায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি ও দুই মাদক ব্যবসায়ীসহ ৮ জন এবং নড়াগাতী থানা পুলিশ এক মাদক ব্যবসায়ীসহ ৭ জনকে । নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চারটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা এবং অপর একটি ঘটনায় আরো একটি মামলা করা হয়েছে। জেলায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার জানান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ১১:১৭ পূর্বাহ্ণ