২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:০৮

কাতারে আলনূর সেন্টারের মাদক প্রতিরোধ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:

ধূমপান ও মাদকমুক্ত বাংলাদেশ কমিউনিটি গড়ার দৃঢ় প্রত্যয়ে কাতার আলনূর কালচারাল সেন্টারের সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় ধূমপান ও মাদক প্রতিরোধ কর্মশালা। গত ২১ জুলাই দোহার ফানার ইনস্টিটিউটে অর্থ সম্পাদক সালেহ নুরুন্নবীর উপস্থাপনায় ও সমাজকল্যাণ পরিচালক পেয়ার মুহাম্মদের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সমাজকল্যাণ সহকারী পরিচালক প্রকৌশলী জাহেদুল ইসলাম।

ধূমপান ও মাদকের শারীরিক ও মানসিক ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন প্রখ্যাত চিকিৎসক ডা. মীর আকরাম, ‘কোরআন সুন্নাহর দৃষ্টিতে ধূমপান ও মাদকের ইহ-পরকালীন ভয়াবহ পরিণাম’ শীর্ষক প্রমাণ্য আলোচনা করেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব, আলনূর সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর।

আলনূর গবেষণা বিভাগীয় পরিচালক ও কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আমিনুল হক ‘ধূমপানের ক্ষতিকর প্রভাব ও এর থেকে মুক্তির উপায়’ শীর্ষক তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রথম আলোর কাতার প্রতিনিধি ও স্থানীয় মানবাধিকার কমিটির গবেষক তামীম রায়হান কাতারে বাংলাদেশিদের মাদক বাণিজ্য ও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার পরিসংখ্যান পেশ করে কমিউনিটি নেতাদের এ ব্যাপারে বলিষ্ঠ ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। আলনূর শিক্ষা বিভাগীয় পরিচালক প্রকৌশলী সালাউদ্দিন বলেন, ধূমপান ত্যাগের জন্য ইচ্ছা শক্তি, খোদাভীতি ও সৎসঙ্গ প্রয়োজন।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম মাদক ও ধূমপান প্রতিরোধ কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে প্রতিটি সমাজবান্ধব কর্মসূচিতে আলনূরের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। আলনূর নেতারা কাতারে বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকায় এ জাতীয় কর্মশালা আয়োজনের ঘোষণা দেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আলনূর শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাওলানা মুস্তাফিজুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা নুরুল আমিন, প্রশিক্ষক হাফেজ শাহাদাত হোসাইন ও হাফেজ মুস্তাফিজ, ঢাকা সমিতির সভাপতি প্রকৌশলী আলিম উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম সাগর, বাংলাদেশ চিলড্রেন ফোরামের ঊর্ধ্বতন দায়িত্বশীল প্রকৌশলী শামস ইলিয়াস প্রমূখ। মহিলা কর্নারে আলোচনা করেন মাওলানা মাহমুদা ও ডা. বুশরা রহমত।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২২, ২০১৭ ২:৪২ অপরাহ্ণ