আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে শুক্রবার মার্কিন বিমান হামলায় অন্তত ১২ জন নিহত ও দু’জন আহত হন। শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর স্বীকার করেছে, হতাহতরা সবাই আফগানিস্তানের পুলিশ বাহিনীর সদস্য। অবশ্য স্থানীয় গণমাধ্যম নিহত পুলিশ সদস্যদের সংখ্যা ১৭ উল্লেখ করে খবর দিয়েছে। খবর এপির।
হেলমান্দ প্রদেশের পুলিশ প্রধান আবদুল গফর সাফি বলেন, ‘পেন্টাগন নিশ্চিত করেছে, শুক্রবার রাজ্যের গেরেশেক জেলায় ভুল করে বিমান হামলায় ১২ পুলিশ সদস্য নিহত ও দু’জন আহত হয়েছেন।’ এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, স্থলে মার্কিন সেনাদের সাহায্যের অংশ হিসেবে ওই এলাকায় তালেবান জঙ্গিদের ওপর বিমান হামলা চালানো হয়।
হেলমান্দ প্রদেশের অনেকাংশ এখনো তাবোনের নিয়ন্ত্রণে। সেখানে তালেবানদের সঙ্গে আফগানিস্তানের স্থানীয় নিরাপত্তা বাহিনীর যুদ্ধ চলছে। তাদের সহায়তা করছে ন্যাটো ও মার্কিন সেনারা।
আবদুল গফর সাফি আরো জানান, নিহত পুলিশ কর্মকর্তারা ওই এলাকায় সেনাবাহিনীর সহায়ক শক্তি হিসেবে মোতায়েন ছিলেন। হেলমান্দের গর্ভনর হেদায়েতুল্লাহ হায়াৎ জানান, নিহতদের মধ্যে দু’জন কমান্ডার রয়েছেন। এখনো অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে থাকায় পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
দৈনিক দেশজনতা /এমএইচ