১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৪

মালয়েশিয়ায় পাচার চক্রের কবল থেকে ১৪ বাংলাদেশি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ায় মানবপাচারকারী চক্রের কবল থেকে ১৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। মালয়েশিয়ার একটি প্রথম সারির সংবাদ মাধ্যম দ্য স্টার অনলাইনের বরাতে জানা যায় বৃহস্পতিবার কুয়ালালামপুরের আমপাং এলাকার একটি বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সিরি মুস্তাফার আলি জানিয়েছেন, গোপন খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল ৫টায় স্পেশাল অপারেশন্স ইন্টিলিজেন্স বিভাগের একটি দল অভিযান চালায়। তিন বাংলাদেশি মানপাচারকারীদের এজেন্ট হিসেবে কাজ করছিল।  তারাই ওই ১৪ জনকে ওই বাড়িতে আটকে রেখেছিল।  এদের তিনজনকে ওই বাড়ি থেকেই আটক করা হয়েছে।

এক বিবৃতিতে মুস্তাফার আলি বলেছেন,  ‘ইমিগ্রেশন দলটি দুটি কক্ষে ১৪ জনকে গাদাগাদি করে রাখা অবস্থায় দেখতে পেয়েছে। তাদের কাছে থেকে ২০টি ফোন এবং এক এজেন্টের কাছ থেকে ২৮ হাজার ৫০০ (মালয়েশিয়ার মুদ্রা) রিঙ্গিত উদ্ধার করা হয়েছে। ওই ১৪ জনের কাছ থেকে অর্থ পাওয়ার আগ পর্যন্ত এজেন্টরা তাদেরকে আটকে রাখতে চেয়েছিল। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস গত বছর যে মানবপাচারকারী চক্রটিকে আটক করা হয়েছিল, এর সঙ্গে সেই চক্রটির সংশ্লিষ্টতা আছে।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২২, ২০১৭ ১২:০৫ অপরাহ্ণ