১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

সীতাকুণ্ডে পাহাড়ধসে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভারি বৃষ্টির পর পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন মারা যাওয়া খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- রফিকুল ইসলামের স্ত্রী বিবি ফাতেমা, তার ছেলে মো. ইউনূস, মো. জাহিরের স্ত্রী রাবেয়া, তাদের দুই মেয়ে সাত বছর বয়সী সামিয়া ও দুই বছর বয়সী লামিয়া। শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকায় পাহাড় ধসের এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল ইসলাম ভূঁইয়া এ খবর নিশ্চিত  করে বলেন, পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যুর খবর পেয়েছি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২২, ২০১৭ ১১:২৬ পূর্বাহ্ণ